প্রকাশিত: Sun, Aug 13, 2023 9:05 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:21 AM

[১]মোদিকে আমাদের কথা শুনতে হবে, মুসলিম হওয়ার কারণে আমরা শাস্তি পাচ্ছি: দিল্লির শাহী ইমাম

রাশিদুল ইসলাম: [২] ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহী ইমাম মাওলানা সৈয়দ আহমদ বুখারি এ মন্তব্য করে বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আপনার ‘মনের কথা’ ( রেডিওতে মাসিক ‘মন কী বাত’ অনুষ্ঠান) বলেন, এবার মুসলমানদের মনের কথাও শুনুন। পারসটুডে

[৩] দিল্লির শাহী ইমাম বিজেপিশাসিত হরিয়ানার নূহের সাম্প্রতিক সাম্প্রদায়িক  সহিংসতাসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ সব করা হচ্ছে এটা সবার জানা। 

[৪] মাওলানা বুখারি বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পরও মুসলমানরা সামাজিক ন্যায়বিচার পায়নি। আমাদের অবস্থা দলিতদের চেয়েও খারাপ।’ 

[৫] বুখারী বলেন, ‘দেশ আজ সাম্প্রদায়িকতার কবলে। এই সাম্প্রদায়িকতা দেশের জন্য বড় বিপদ। এক ধর্মে বিশ্বাসী মানুষকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েত করে (জনসমাবেশ) ‘মুসলমানদের বয়কট’ করার কথা বলা হচ্ছে! হিন্দুদের বলা হচ্ছে মুসলমানদের বয়কট করতে। নূহ, মেওয়াতসহ (বিজেপিশাসিত) হরিয়ানার অনেক এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে মুসলমানদের হুমকি দেওয়া হচ্ছে।’

[৬] তিনি বলেন, ৫৭টি দেশের মুসলমানরা কী কখনো অন্য কোনো ধর্মের মানুষকে ‘বয়কট’ করার কথা বলেছে? 

[৭] মাওলানা বুখারী আরও বলেন, ‘আমি ভারতের মুসলমানদের পক্ষ থেকে বলছি যে আমরা সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমাদের সাথে কথা বলুন, হিন্দু নেতাদের সাথেও কথা বলুন এবং তারপর একটি যৌথ বৈঠক করুন। এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করুন যাতে দেশকে এই বিদ্বেষের পরিবেশ থেকে বাঁচানো যায়।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও খোলা মন নিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: ইকবাল খান